মুহঃ হায়াতুল ইসলাম আকঞ্জি Principal
Professor,
Intro
সিলেট সরকারি মহিলা কলেজে স্বাগতম। দেশ ও জাতির সেবার ব্রতে সুনাগরিক গড়ার নিরন্তর সচেষ্ট আমাদের প্রতিষ্ঠান। আলোকিত মানুষ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভ’মিকা অপরিসীম। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হবে পরশ পাথরের মতো, যার সংস্পর্শে এসে শিক্ষার্থীরাও এক একজন সোনার মানুষে পরিণত হবে। বিশ্বায়নের এ যুগে পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজন শিক্ষা, সংস্কৃতি এবং জীবন যাত্রার কাঙ্খিত পরিবর্তন। এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজ পরিবার। ভাটি বাংলার এই পশ্চাদপদ জনপদ ও জনগোষ্ঠীর জীবন মান উনড়বয়নে শিক্ষার কোন বিকল্প নাই। সামাজিক উনড়বয়নে নিজেদের অংশ গ্রহণ, দেশাত্ববোধের চেতনা সৃষ্টি ও জ্ঞানের বিশাল সমুদ্রে নিজেদের অবগাহনের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত করার উদ্দেশ্যে আমরা পরিচালনা করছি নিয়মিত শিক্ষা কার্যক্রমসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রম। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি পৃথিবীকে ক্রমশ: সংক্ষিপ্ত ও সহজলভ্য করে তুলছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা কাঠামো ও শিক্ষাদান-গ্রহণ পদ্ধতিতেও। তথ্য প্রযুক্তির ব্যবহারে শিক্ষক শিক্ষার্থীদের সন্মুখে জ্ঞানের অসীম দুয়ার যেমন উন্মোচিত হয়েছে, তেমনি সেই জ্ঞান রাজ্যে বিচরণের চ্যালেঞ্জও সক্রিয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে, প্রযুক্তির সাথে নিজেকে অভিযোজিত করতে হবে এবং প্রতিনিয়ত প্রযুক্তির চর্চা তথা ব্যবহার করতে হবে। শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিষয়াদি নিয়ে সিলেট সরকারি মহিলা কলেজ একটি ওয়েবসাইট তৈরি করেছে। এর সুবিধা ভোগ করতে পারবে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সকল পক্ষ। ওয়েবসাইটটি প্রয়োজনীয় তথ্যের উৎস ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের পারস্পরিক মিথস্ক্রিয়ার মুক্ত পরিবেশ হবে বলে আমার আশা ও বিশ্বাস। নিয়মিত তথ্য ও মতামত আদান-প্রদানের মাধ্যমে একে একটি শিক্ষা বান্ধব সক্রিয় মঞ্চে পরিণত করার জন্য সকলের প্রতি আহ্বান রইল । ওয়েব সাইটে প্রবেশের জন্য ধন্যবাদ।